বগুড়ায় র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

আপডেট: July 21, 2025 |
inbound2702863134670491103
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানাধীন রহবল বাজার এলাকায় র‍্যাবের অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহন কালে ৫০(পঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ এক নারী ও পুরুষসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

২০ জুলাই (রোববার) বিকাল আনুমানিক সোয়া ৪টার দিকে র‍্যাব-১২, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন রহবল বাজারের ফ্লাই ওভারের পূর্ব পার্শ্বে জনৈক মোঃ মুনজু মিয়ার চায়ের দোকানের ভিতর কতিপয় বক্তি ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় ২০ জুলাই রোববার বিকাল আনুমানিক সোয়া ৪টার দিকে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্হানে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

inbound312101984451782117

গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন খানপুর, ০৭ নং ব্লক উনিয়নের কুর্শাখালী, কুচকী আবাসসন এলাকার মোঃ মোজাম্মেল হক এর স্ত্রী মোছাঃ স্বপ্না বেগম(২৯) ও স্বপ্না বেগমের স্বামী মোঃ মোজাম্মেল হক(৩৮),পিতা মৃত- নাজমুল হক। এসময় তাদের কাছ থেকে একটি স্মার মোবাইল ফোন, একটি সিমকার্ড ও নগদ ২,৩৬০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীগন দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন জেলায় তারা মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডুল ক্রয়- বিক্রয় করে আসছিল।

তাদের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর