জয়পুরহাটে জেলা বিএনপির কালো পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল

আপডেট: July 22, 2025 |
inbound1153491572177557221
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ উত্তরা মাইলোস্টেন স্কুল ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় সারাদেশে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  দিবসটি উপলক্ষে জয়পুরহাট জেলা  বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে সকাল ৯ টায় কালো পতাকা, দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। নিহতদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি রুলি চৌধুরী, সাধারন সম্পাদক জাহেদা কামাল,  যুবদলের সাবেক আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ওলামা দলের আহবায়ক মাওলানা লোকমান হোসেন।

Share Now

এই বিভাগের আরও খবর