উত্তরার বিমান দুর্ঘটনা আলোড়ন তুলল আন্তর্জাতিক গণমাধ্যমে


রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়ার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন বহু মানুষ।
এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ‘কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত’ শিরোনামে প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। শুরুতে একজন নিহতের কথা জানালেও পরবর্তী আপডেটে নিহতের সংখ্যা ১৯ বলে উল্লেখ করা হয়।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) “ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান স্কুলে বিধ্বস্ত” শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। একইভাবে নিউজউইক-ও সংবাদটি গুরুত্বসহকারে প্রকাশ করে।
এছাড়া মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম গালফ নিউজ, সিঙ্গাপুরভিত্তিক স্ট্রেইটস টাইমস, সাউথ চায়না মর্নিং পোস্ট এবং পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন ঘটনাটি নিয়ে প্রতিবেদন করে।
ভারতের শীর্ষস্থানীয় প্রায় সব সংবাদমাধ্যম- এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ডেকান হেরাল্ড, টাইমস অব ইন্ডিয়া- এ দুর্ঘটনার খবর শিরোনামে প্রকাশ করেছে।
আন্তর্জাতিক এই প্রতিক্রিয়ায় বোঝা যায়, বাংলাদেশের উত্তরার এই দুর্ঘটনা কেবল দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন সৃষ্টি করেছে।