গাজীপুরে উত্তরা মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য দোয়া ও মোনাজাত

আপডেট: July 22, 2025 |
inbound747789384675550393
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমিতে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এই শোকাবহ মুহূর্তে নিহতদের আত্মার শান্তি কামনাশ মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অনেক শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তি হতাহত হয়েছেন, যা সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শোকের ছায়া নামিয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা ও শ্রদ্ধা জানাতেই গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমিতে এই দোয়া মাহফিলের আয়োজন করে।

গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমি ও স্টার ফ্রলিক ইংলিশ ভার্সন স্কুলের  (প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান) মোহাম্মদ  সোহেল রানা চৌধুরী  নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি এই ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, তার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

অনুষ্ঠানে স্কুলের  শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন, এবং তারা অত্যন্ত গাম্ভীর্যের সাথে এই শোক ও প্রার্থনায় অংশ নেন।

Share Now

এই বিভাগের আরও খবর