শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর যুক্ত করার নির্দেশ

আপডেট: July 23, 2025 |
inbound4480353451681354069
print news

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের মোবাইল নম্বর এবং রক্তের গ্রুপ যুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন। শিক্ষা সচিবকে অবিলম্বে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সেই সঙ্গে ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার ঘটনার তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৭ দিনের মধ্যে সরকারকে এ কমিটি গঠন করতে বলা হয়েছে।

আদালত এ ঘটনায় নিহত শিক্ষার্থীদের প্রত্যেকের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন। আহতদের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন আদালত।

এছাড়া ঢাকাসহ দেশের জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ প্রশিক্ষণ বিমান ও যুদ্ধবিমান উড্ডয়নের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেছেন হাইকোর্ট।

রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান, সহকারি অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির ও মো. ঈসা।

উল্লেখ্য, জনস্বার্থে অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস এই রিট আবেদনটি দায়ের করেন। এতে বিমানবাহিনীর ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পর্কেও জানতে নির্দেশনা চাওয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর