গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৯ হাজার ৫০০ ছাড়ালো

আপডেট: July 25, 2025 |
inbound2699103705047384632
print news

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৮৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন আরও অন্তত ৪৫৩ জন। ফলে চলমান সংঘাতে গাজায় নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৫৮৬ জনে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতকে তারা “গণহত্যামূলক আক্রমণ” হিসেবে অভিহিত করেছে।

গত ২৪ ঘণ্টায় নিহতদের মরদেহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পৌঁছেছে। তবে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন কিংবা রাস্তায় পড়ে আছেন, যাদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি উদ্ধারকর্মীদের।

এদিন নতুন করে আরও ২৭৯ জনের পরিচয় শনাক্ত করে সরকারি তালিকায় যুক্ত করা হয়, যার ফলে মৃতের সংখ্যা হঠাৎ করে উল্লেখযোগ্য হারে বেড়ে যায়।

মানবিক সহায়তা সংগ্রহের সময়ও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা থেমে নেই। এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কেবল ত্রাণ নিতে গিয়ে ২৩ জন ফিলিস্তিনি নিহত ও ৬৮ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, ২৭ মে থেকে এ পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়েই প্রাণ হারিয়েছেন ১ হাজার ৮৩ জন এবং আহত হয়েছেন ৭ হাজার ২৭৫ জনের বেশি মানুষ।

চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল পূর্ণমাত্রার হামলা পুনরায় শুরু করলে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি ভেঙে যায়। এরপর থেকে নতুন করে আরও ৮ হাজার ৪৪৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৩১ হাজার ৪৫৭ জন আহত হয়েছেন।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল থেকে উদ্বেগ বাড়ছে। মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত বছর নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

পাশাপাশি, ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যার অভিযোগে’ আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) একটি মামলার বিচারপ্রক্রিয়া চলমান রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর