ঢাবিতে তোফাজ্জল হত্যা: আবারও মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

আপডেট: July 27, 2025 |
inbound2338131004843447849
print news

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। আগামী ২৮ আগস্ট নতুন দিন ধার্য করেছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দিতে না পারায় আদালত সময় বাড়িয়ে দেন। তথ্যটি নিশ্চিত করেছেন শাহবাগ থানার প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক জিন্নাত আলী।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাতে ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জলকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। পরে নিহতের ফুফাতো বোন আসমা আক্তার ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে আরও একটি মামলা করেন, যা একসঙ্গে তদন্তের নির্দেশ দেয় আদালত।

মামলাটির তদন্ত শেষে গত ৩০ ডিসেম্বর শাহবাগ থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন, যাতে বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়। তাদের মধ্যে ছয়জন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

তবে অভিযোগপত্রের তদন্ত নিয়ে আপত্তি তোলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। চলতি বছরের ২ ফেব্রুয়ারি প্রশাসনের পক্ষে অ্যাডভোকেট সেলিম জাবেদ চার্জশিটে নারাজি দাখিল করেন এবং পুনঃতদন্তের দাবি জানান। শুনানি শেষে ২৬ ফেব্রুয়ারি আদালত মামলাটি পিবিআইকে পুনরায় তদন্তের নির্দেশ দেয়।

অভিযুক্তদের মধ্যে আছেন ছাত্রলীগের ফজলুল হক হল শাখার সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. জালাল মিয়া, এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ আরও ২০ জন।

Share Now

এই বিভাগের আরও খবর