রাণীশংকৈলে ৪০ পিস ইয়াবাসহ আটক ০১

আপডেট: July 28, 2025 |
inbound7628054135179917531
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শফিকুল ইসলাম শফি (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের পদমপুর হাজীমোড় গ্রামে অভিযান চালিয়ে তাকে ইয়াবা সহ আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী ঐ গ্রামের মৃত ময়েজ মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের পদমপুর হাজীমোড় গ্রামে বিকাল সাড়ে তিনটার দিকে রানীশংকৈল থানা পুলিশের একটি টিম অভিযান চালায় এসময় মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম শফির কাছ থেকে ৪০ পিস নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক হয়।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর