বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নেভি ইঞ্জিনিয়ারের মৃত্যু

আপডেট: July 28, 2025 |
inbound3358960932131013501
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে নাছিম মাহমুদজয়(৩২) নামের নৌবাহিনীর এক প্রকৌশলীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের চক সোনার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

২৭ জুলাই (রোববার) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নাছিম মাহমুদ জয় বাংলাদেশ নৌবাহিনীতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। ছুটিতে নিজ গ্রামে এসেছিলেন তিনি।

মোটরসাইকেলযোগে সান্তাহার রেলওয়ে জংশনের রেলগেট পার হওয়ার সময় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নাছিম মাহমুদ মারা যান।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, জয় ছিলেন ভদ্র, মেধাবী ও দায়িত্বশীল এক তরুণ।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) হাবিবুর রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় থানায় একটি ইউডি(অস্বাভাবিক মৃত্যু) মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর