জাবিতে ছাত্রছাত্রীদের আবাসিক হলে ছাত্রশিবিরের সাইকেল পাম্পার বিতরণ

আপডেট: July 28, 2025 |
inbound3526525056238087513
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি: শিক্ষার্থীদের চলাচলে সুবিধা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১টি আবাসিক হলে ম্যানুয়াল সাইকেল পাম্পার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের প্রভোস্টদের নিকট পাম্পার হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রতিটি পাম্পার সংশ্লিষ্ট হলের নিরাপত্তা প্রহরীর কাছে সংরক্ষিত থাকবে যাতে শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী সহজেই ব্যবহার করতে পারেন।

inbound6717944187107976641

এ বিষয়ে শাখা সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, “আমাদের ক্যাম্পাস অনেক বড় এবং অধিকাংশ শিক্ষার্থী দৈনন্দিন যাতায়াতে সাইকেল ব্যবহার করেন।

তবে মাঝেমধ্যে সাইকেলের টায়ারে হাওয়া কমে গেলে তাদের দূরবর্তী দোকানে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য।

এই বাস্তবতা বিবেচনায় আমরা ছেলেদের ও মেয়েদের প্রতিটি আবাসিক হলে একটি করে সাইকেল পাম্পার সরবরাহ করেছি, যাতে প্রয়োজনের সময় হাতের কাছেই সমাধান মেলে।

আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শিক্ষার্থীদের জন্য বাস্তব উপকারে আসবে।”

Share Now

এই বিভাগের আরও খবর