পাঁচবিবিতে ভোটের আমেজে মাতল স্কুল শিক্ষার্থীরা

আপডেট: July 29, 2025 |
inbound1307471551589150460
print news

রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ডিজো নির্বাচনী কার্যক্রম।

শনিবার অনুষ্ঠিত এ ডিজো নির্বাচনে অংশ নেয় উপজেলার নছির মন্ডল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও লাল বিহারী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে গণতন্ত্রের পাঠ নেয় তারা।

সরেজমিন দেখা যায়, শনিবার সকাল থেকেই শিক্ষার্থীরা ঢুকে পড়ে নির্বাচনী আমেজে।

ব্যালট পেপার, ভোটার তালিকা, ভোট বাক্স, এমন কি গণনার প্রক্রিয়া ও হুবহু প্রচলিত নির্বাচনের মতো।

শিক্ষার্থীরা নিজেরাই প্রার্থী নির্বাচন করে, লাইনে দাঁড়িয়ে ভোট দেয় এবং গণনা করে। আগের পদ্ধতিতে ভোট গণনায় যেসব অভিযোগ এতে কারচুপি, বিশৃঙ্খলা ও সময়ক্ষেপণতা এড়াতে শিক্ষার্থীরা প্রস্তাব করে আধুনিক পদ্ধতির।

টেবিল চেয়ারে বসিয়ে গণনার প্রক্রিয়া দেখায় তারা, যেখানে প্রত্যেক প্রার্থীর এজেন্ট, ভোটগ্রহণ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা ছিল উপস্থিত।

শিক্ষার্থীরা নাটিকার মাধ্যমে এই পুরো পদ্ধতি উপস্থাপন করে, যা উপস্থিত সবার দৃষ্টি কাড়ে।

নির্বাচনী কার্যক্রম শেষে শিক্ষার্থীরা শুধু ভোটাধিকার চর্চা করেই ক্ষান্ত থাকেনি, বরং ভবিষ্যতের জন্য ভোটগণনায় ডিজিটাল পদ্ধতির ব্যবহার করে আধুনিক প্রস্তাবও তুলে ধরে।

নছির মন্ডল সরকারী বালিকা বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী মধুরিমা গীতি নামের এক বলেন, আজ বুবালাম ভোট মানেই শুধু বিজয় নয়, দায়িত্ব নেওয়ার সাহস।

এখানে এসে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। নির্বাচনসংক্রান্ত বিষয়গুলো বিস্তারিত জানতে পেরেছি।

উপস্থিত জেলা পরিষদের প্রধান নির্বাচনী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘এই আয়োজনের লক্ষ্য শুধু নির্বাচন শেখানো নয়, শিক্ষার্থীদের মাঝে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ববোধ জাগানো।

শিক্ষার্থীরা আজ একটি আধুনিক প্রক্রিয়ায় ভোটগণনা দেখাল। ভবিষ্যতে এভাবে ভোটগণনা হলে আরও স্বচ্ছভাবে ভোট নেওয়া সম্ভব হবে। আমরা নির্বাচন কমিশনে এই প্রক্রিয়ার প্রস্তাব পাঠাব।

আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান প্রমুখ।

 

Share Now

এই বিভাগের আরও খবর