ফার্মগেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে দোতলা বাসের ধাক্কা

আপডেট: July 29, 2025 |
inbound5284565972707966870
print news

রাজধানীর ফার্মগেট এলাকায় মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বিআরটিসির একটি দোতলা বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে একটি পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটির ওপরের অংশ বিধ্বস্ত হয় এবং একজন যাত্রী আহত হন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া গণমাধ্যমকে বলেন, ‘একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।’

প্রত্যক্ষদর্শী তানজিদ আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ধাক্কার ফলে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং পিলারটিও আঘাতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর