রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

আপডেট: July 30, 2025 |
inbound4500083310601924109
print news

রংপুরের গঙ্গাচড়ার আলদাদপুর বালাপাড়া গ্রামে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ জুলাই) সকালে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, গঙ্গাচড়া মডেল থানায় এক ভুক্তভোগীর করা মামলায় অজ্ঞাতনামা ১ হাজার থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। পরে পুলিশের যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, শনিবার এক কিশোর সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দিয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয় এবং পরে আদালতের মাধ্যমে সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।

তবে এরপর উত্তেজিত জনতা কিশোরের বাড়ি লক্ষ্য করে একাধিকবার হামলা চালায়। প্রথম দফায় শনিবার রাত ১০টার দিকে এবং পরদিন রোববার বেলা সাড়ে তিনটার দিকে নতুন করে হামলা ও ভাঙচুর হয়। পুলিশের বাধা উপেক্ষা করে হামলাকারীরা কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত করে। এ সময় পুলিশের এক কনস্টেবল আহত হন।

স্থানীয় প্রশাসনের হিসাব অনুযায়ী, হামলায় অন্তত ১৫টি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ এলাকায় টহলে রয়েছে, তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি।

Share Now

এই বিভাগের আরও খবর