বগুড়ার সান্তাহারে ট্রেনে স্কুলব্যাগে মিললো ১০ কেজি গাঁজা, তিন নারী ধরা

আপডেট: July 30, 2025 |
inbound3025858946384146680
print news

শাহজাহান আলী, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে দাঁড়ানো একটি ট্রেনের বগির মধ্যে দুইটি স্কুলব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধারসহ তিন নারী যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

৩০ জুলাই (বুধবার) বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস আন্ত:নগর ট্রেন সান্তাহার জংশন স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে দাঁড়ানোর পর তাদের গ্রেফতার করা হয়।

এরপর তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনের সিটে ওই তিন নারী যাত্রী ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন।

কিন্তু তারা রংপুর থেকে নাটোর স্টেশন পর্যন্ত টিকিট পেয়েছিলেন। বৈধ যাত্রী সেজে আসন দখলে নিয়ে দুইটি স্কুলব্যাগে ১০ কেজি গাঁজা বহন করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সান্তাহার স্টেশনে তিন নম্বর প্লাটফর্মে দাঁড়ানো ওই ট্রেনে অভিযান পরিচালনা করে গাঁজাসহ ওই তিন নারী মাদককারবারিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন- কুড়িগ্রাম সদরের নতুন রেলস্টেশন এলাকার মৃত আবুল কাশেমের মেয়ে কলি বেগম (২৭), শরিয়তপুরের গোসাইরহাটের মাছুয়াখালী গ্রামের রুনু মাতব্বরের মেয়ে লামিয়া (২১) ও কুড়িগ্রামের ফুলবাড়ির কাশিপুর কলেজ মোড়ের রশিদ মিয়ার মেয়ে মিম আক্তার (১৯)।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, গ্রেফতাররা কৌশলী মাদক কারবারি।

গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার দায়েরর পর বিকালে আদালতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর