কুষ্টিয়ায় খাল থেকে অর্ধ গলিত মরদেহ উদ্ধার

আপডেট: August 1, 2025 |
inbound1825045892465654949
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের খেজুরতলা এলাকার কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের পাশে জিকে খাল থেকে লাশটি উদ্ধার করেছে ইবি থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জিকে খালে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা।

এলাকায় জানাজানি হলে স্থানীয়রা ইবি থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। তবে মরদেহর পরিচয় এখানো সনাক্ত করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, খাল থেকে অজ্ঞাত একব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহটি ৭-৮ দিন হয়ে গেছে। বড় ধরনের জখমের চিহ্ন নেই। তবে পচে গেছে, হাত-পা আঁকাবাঁকা হয়ে গেছে, দাগ রয়েছে কয়েক জায়গায়।

তার গায়ে লুঙ্গি ও গেঞ্জি আছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বয়স আনুমানিক ৪০ বছর। পরিচয় শনাক্তের কাজ চলছে।

ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর