কলকাতায় বাংলাদেশি মডেল শান্তা পাল গ্রেফতার

আপডেট: August 1, 2025 |
boishakhinews
print news

একাধিক ভুয়া ভারতীয় পরিচয়পত্র রাখার অভিযোগে কলকাতায় শান্তা পাল (২৮) নামের এক বাংলাদেশি মডেল ও কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে দক্ষিণ কলকাতার বিক্রমগড় এলাকা থেকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, এক সময় বিমানসেবিকা হিসেবে কর্মরত ছিলেন শান্তা। পরে তিনি মডেলিং, অভিনয় ও ডিজিটাল কনটেন্ট তৈরির দিকে ঝুঁকে পড়েন। পাশাপাশি, তিনি ফুড ব্লগার হিসেবেও বেশ সক্রিয় ছিলেন এবং সম্প্রতি পর্যন্ত তার ব্লগে বিভিন্ন রেসিপি ও ব্লগ পোস্ট করতেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি সম্ভবত বিদেশে যাওয়ার জন্য বিকল্প উপায় খুঁজছিলেন। তার কাছ থেকে উদ্ধার করা ভারতীয় আধার কার্ড ও ভোটার কার্ডের সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ স্থানীয় আধার কর্তৃপক্ষ, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে।

পুলিশ জানায়, শান্তা পালের যাদবপুরের ফ্ল্যাট থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, একটি বাংলাদেশি এয়ারলাইনসের আইডি কার্ড, ঢাকার একটি মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র ও কিছু ভুয়া ভারতীয় নথি পাওয়া যায়।

পুলিশ আরও জানিয়েছে, শান্তা পাল কয়েক মাস আগে ঢাকা থেকে কলকাতায় এসে প্রথমে পার্ক স্ট্রিট এলাকায় ভাড়া থাকতেন। পরে তিনি যাদবপুরের বিক্রমগড় এলাকার গল্ফ গ্রিন থানার অধীনে একটি তিনতলার ফ্ল্যাটে চলে যান। সূত্রের তথ্য অনুযায়ী, তার আধার কার্ডটি ২০২০ সালে বর্ধমানের একটি ঠিকানা ব্যবহার করে তৈরি করা হয়েছিল।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শান্তা পাল ‘মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ’ নামের একটি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, তিনি ঠাকুরপুকুর থানায় প্রতারণার একটি অভিযোগও করেছিলেন। আরও একটি সূত্রের দাবি, তার স্বামী অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। পুলিশ এই দম্পতির বিয়ের সম্পর্ক নিয়েও তদন্ত করছে।

Share Now

এই বিভাগের আরও খবর