রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ

আপডেট: August 3, 2025 |
inbound5389948964689703362
print news

মোঃ মামুন রানা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে একত্রিত হয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এর সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকরা।

রবিবার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে তারা অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। এতে আরও সংহতি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নয়, বরং সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি এক পর্যায়ে রূপ নেয় গণআন্দোলনে।

সংহতি জানিয়ে একে একে যোগ দেন বায়তুল হিকমাহ মডেল মাদরাসা, রেসিডেন্সিয়াল মডেল স্কুল, সিরাজ মডেল স্কুল, ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফখরুল মেমোরিয়াল কিন্ডারগার্টেন, ইউনিক মডেল স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। সময়ের সাথে সাথে আরও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এর শিক্ষার্থীরা আসছে।

দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে মুখর হয়ে ওঠে মহাসড়ক।স্থানীয় নানা শ্রেণিপেশার মানুষ ও অভিভাবকেরাও অংশ নিয়ে জানান, এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো না থাকায় শিক্ষার্থীরা বার বার নানা সমস্যার মুখে পড়ছে।

এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আমরা বাস্তবায়ন করবই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মহাসড়ক ছাড়ব না।

শিক্ষা মন্ত্রনালয় থেকে ৫১৯ কোটি টাকা প্রকল্প অনুমোদন দেওয়া হলেও একনেকে ডিপিপি অনুমোদন দেওয়া হচ্ছে না।

অতিদ্রুত ডিপিপি অনুমোদন দিয়ে ক্যাম্পাস নির্মানের কাজ শুরু করতে হবে। অন্যথায় সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি দেওয়া হবে।

সড়ক অবরোধের কারণে ঢাকা ও পাবনাগামী সব ধরনের যানবাহন আটকে পড়ে। যানজটে দুর্ভোগে পড়ে যাত্রীরা। মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়।

Share Now

এই বিভাগের আরও খবর