মান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ রাসেলের কবরে শ্রদ্ধা নিবেদন

আপডেট: August 5, 2025 |
inbound4721033990351959069
print news

আকতারুজ্জামান, নওগাঁ জেলা প্রতিনিধি: জুলাই গনঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলার একমাত্র শহীদ রাসেল রানার কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে ।

আজ মঙ্গলবার সকালে উপজেলার কসব ইউনিয়নের ভোলাগাড়ীতে কবরস্থানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ রাসেল রানার কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) জাকিরুল ইসলাম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সাকিল আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা কামরুল আরেফিন, উপ-প্রশাসনিক কর্মকর্তা আরাফাত হোসেন প্রমুখ।

উল্লেখ্য, শহীদ রাসেল রানা নারায়নগঞ্জের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।

২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আহত হন।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ২২ জুলাই মারা যান।

Share Now

এই বিভাগের আরও খবর