কক্সবাজারের হোটেল ছেড়েছেন এনসিপির পাঁচ শীর্ষ নেতা

আপডেট: August 6, 2025 |
inbound8886157936091642100
print news

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতা হঠাৎ কক্সবাজার সফরে গিয়ে গুঞ্জনের জন্ম দেন।

বুধবার (৬ আগস্ট) বেলা দেড়টার দিকে তারা হোটেল সি-পার্ল ছেড়ে যান। একটি সাদা রঙের ভিআইপি গাড়িতে তারা হোটেল ত্যাগ করেন বলে জানা গেছে।

পূর্বের দিন মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তারা কক্সবাজার পৌঁছান। পরে ইনানীর সি-পার্ল রিসোর্টের ৫০০১, ৫০০২ ও ৫০০৩ নম্বর কক্ষে অবস্থান নেন।

সফরসঙ্গীদের মধ্যে ছিলেন হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসমিন জারা, নাসীরুদ্দিন পাটোয়ারী ও খালেদ সাইফুল্লাহ। সারজিস আলমের স্ত্রীও তাদের সঙ্গে ছিলেন।

এ সফর ঘিরে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন ছড়ালেও হোটেল কর্তৃপক্ষ ও পুলিশ তা অস্বীকার করেছে।

নেতাদের এই সফর সম্পর্কে দলের কোনো পূর্ব অনুমতি না থাকায় এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে লিখিত ব্যাখ্যা সহকারে স্বশরীরে উপস্থিত হতে বলা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর