বাংলাদেশ হবে সবচেয়ে কার্যকর গণতন্ত্রের দেশ : সালাহউদ্দিন

আপডেট: August 6, 2025 |
inbound2328328762721184756
print news

২০২৫ সালের ৫ আগস্ট ‘বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উদযাপনের পর আজ দ্বিতীয় বছরের প্রথম দিনে বিএনপি নতুন করে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (৬ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র‍্যালি শুরুর আগে বক্তৃতায় তিনি বলেন, “আমাদের প্রতিশ্রুতি—এই বাংলাদেশ হবে সবচেয়ে কার্যকর গণতন্ত্রের একটি দেশ।”

তিনি আরও বলেন, “এই দেশ হবে এক নীতির বাংলাদেশ। কারো তাঁবেদারি নয়—বিদেশে বন্ধু থাকবে, প্রভু নয়। আমরা এমন একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব।”

সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষ প্রত্যাশা করে, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠবে—যা সম্ভব প্রয়োজনীয় সাংবিধানিক ও রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের মধ্য দিয়ে।

তিনি বলেন, আগামী দিনে যে সব সংস্কার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে, তা একটি সনদে স্বাক্ষরিত হবে এবং পরবর্তীতে নির্বাচিত জাতীয় সংসদে মতামতের ভিত্তিতে তা বাস্তবায়ন করা হবে। এ সকল উদ্যোগ হবে শুধু বৈধ ও সাংবিধানিক প্রক্রিয়ায়।

Share Now

এই বিভাগের আরও খবর