আওয়ামী লীগের বিচার চলমান, ভোট দিতে পারবে সমর্থকরা: সিইসি

আপডেট: August 7, 2025 |
inbound8664147732451459827
print news

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তাদের সমর্থকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। দলের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলমান রয়েছে এবং তার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (৬ আগস্ট) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিইসি।

তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হলেও তা আয়োজনে নির্বাচন কমিশন প্রস্তুত। প্রধান উপদেষ্টার কাছ থেকে চিঠি পেলেই আলোচনার মাধ্যমে ভোটের তারিখ থেকে দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে।

সিইসি বলেন, “আমরা আশা করছি দ্রুত চিঠি পেয়ে যাব। না পেলেও প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন মাঠে সমতা নিশ্চিতের চেষ্টা করছি। তবে কোনো দল যেন ‘ফাউল’ করার মানসিকতা নিয়ে না নামে, সেদিকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “এই নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপব্যবহার রোধ করাও একটি বড় চ্যালেঞ্জ। এছাড়া ভোটারদের কেন্দ্রে আনাও অনেকের কাছে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। তবে নির্বাচন কমিশন একটি উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে চায়।”

Share Now

এই বিভাগের আরও খবর