সচিবালয়ে আজ উপদেষ্টা পরিষদের বৈঠক

আপডেট: August 7, 2025 |
inbound2910855768273511849
print news

আজ (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সচিবালয়ের নবনির্মিত ২০তলা (১ নম্বর) ভবনের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করতে পারেন, যেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দিকনির্দেশনা দেয়ার সম্ভাবনা রয়েছে।

বৈঠক উপলক্ষে সচিবালয়ে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা। জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার মধ্যে ১ ও ২ নম্বর গেট দিয়ে অফিসে প্রবেশ করতে হবে।

বিশেষ করে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ৯টার আগেই উপস্থিত থাকতে বলা হয়েছে। উপদেষ্টা ও সিনিয়র সচিব/সচিবদের গাড়ি বেজমেন্ট বা ভবনের সামনের রাস্তায় পার্ক করা যাবে না।

সভায় অংশগ্রহণকারী উপদেষ্টা ও আমন্ত্রিত কর্মকর্তাদের ৫ নম্বর গেট ব্যবহার করে সকাল ১০টার আগে নিরাপত্তা পাসসহ সম্মেলন কক্ষে প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের গাড়ি ১ নম্বর ভবনের সামনে নামিয়ে দিয়ে নিজ নিজ মন্ত্রণালয়ের পার্কিংয়ে রাখা হবে।

সব কর্মকর্তাকে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনার পাশাপাশি ১ নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারীদের অফিসকক্ষে অবস্থান করতে বলা হয়েছে। এছাড়া উপদেষ্টাদের গানম্যানদের সচিবালয়ে প্রবেশ না করার অনুরোধও জানানো হয়েছে।

প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় প্রথম উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

Share Now

এই বিভাগের আরও খবর