আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর মামলায় ৮ আসামি ট্রাইব্যুনালে

আপডেট: August 7, 2025 |
inbound5450004140096507891
print news

আশুলিয়ায় আন্দোলনকারীদের গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে ছয়জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং পরে তাদের লাশ পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় মোট ১৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেফতার ৮ জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

ট্রাইব্যুনালের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত বেঞ্চে আজ এই শুনানি হচ্ছে।

আদালতে হাজির হওয়া ৮ আসামি হলেন:

সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম

ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী

গোয়েন্দা পুলিশ (উত্তর) এর সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন

আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক

আরাফাত উদ্দীন

কামরুল হাসান

শেখ আবজালুল হক

সাবেক কনস্টেবল মুকুল চোকদার

মামলার আরও আটজন আসামি এখনো পলাতক। তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম এবং সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা।

পলাতক আসামিদের পক্ষে ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় খরচে দুজন আইনজীবী নিয়োগ দিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর