শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ০১, আহত ০৮ 

আপডেট: August 9, 2025 |
inbound2362331449395325543
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে বাস ও সিএনজির সংঘর্ষে ১ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ৮ জন। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের উদ্ধার করে  স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে ঢাকা থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সিএনজি, মটর সাইকেল ও রিক্সা ভ্যানকে চাপা দেয় এ সময় ঘটনাস্থলেই ১ পথচারী নিহত হয়। এবং ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, শনিবার দুপুরে ঢাকা থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাস শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এলাকায় পৌছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি সিএনজি,মটর সাইকেল ও রিক্সা ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন পথচারী নিহত হয়। এ ঘটনায় কমপক্ষে ৮জন আহত হয়েছে।

পরে হাইওয়ে পুলিশ, শাহজাদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

Share Now

এই বিভাগের আরও খবর