বগুড়ার কাহালুতে ৭ জুয়াড়ি গ্রেফতার

আপডেট: August 11, 2025 |
inbound673065425045283126
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালু থানা পুলিশের বিশেষ অভিযানে ৭জন(সাত) জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

১০ আগস্ট (রোববার) বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকারের নেতৃত্বে এএসআই মোজাম্মেল হক ও সঙ্গীয় উপজেলার কালাই ইউনিয়নের তিনদীঘি বাজারের পিছনে পরিচালিত জুয়ার আসরে অভিযান পরিচালনা করে ৭ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন- কাহালু উপজেলার কালাই ইউনিয়নের বড় ভাদাহার গ্রামের মৃত- আবুল হোসেন সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৫৫), মমতাজ উদ্দিনের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৫৫), মজিবর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৪৫), পিলকুঞ্জ গ্রামের বশারতুল্লাহর ছেলে আলী হাসন ভুট্টু (৪৫),ভাদাহার নয়াপাড়া গ্রামের আবু জাফরের ছেলে মোঃ আইমুদ্দিন(৫০), শিবগঞ্জ উপজেলার খেঁওনী বীন্নাচাপর গ্রামের মৃত- মঈনুদ্দিনের ছেলে মোঃ ফরিদ হোসেন প্রামাণিক(৪৫) ও একই গ্রামের মৃত- মিজ সোনারের ছেলে মোঃ সাইফুল ইসলাম(৪৭)।

কাহালু থানার অফিসার ইনচার্জ(ওসি) নিতাই চন্দ্র সরকারের নিকট বিষয় জানতে চাইলে তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা দায়ের করে আজ সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর