আইএল টি-টোয়েন্টিতে দল পেয়েছেন মুস্তাফিজ

আপডেট: August 13, 2025 |
inbound3435735929991781409
print news

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্টারন্যাশনাল লিগ টি-২০ বা আইএল টি-২০ লিগে দল পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের বাঁ -হাতি পেসার মুস্তাফিজুর রহমান।

টুর্নামেন্টটির তৃতীয় আসর আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে। ওই আসরে ডুবাই ক্যাপিটালস ড্রাফট থেকে দলে নিয়েছে মুস্তাফিজকে। লুক উডের জায়গায় দলটি বাংলাদেশের তারকা পেসারকে কিনেছে।

এছাড়া দুবাই ক্যাপিটালসের পেস আক্রমণে যোগ দেবেন লঙ্কান পেসার দুশমন্ত চামিরা। ড্রাফট থেকে তাকেও দলে নিয়েছে ক্লাবটি। আছেন আফগানিস্তানের গুলবাদিন নাঈবও।

আইএল টি-২০’র গত আসরে দুবাই ক্যাপিটালসের দলে ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তাকে ধরে রেখেছে দলটি। যার অর্থ দুবাইতে খেলবেন বাংলাদেশের দুই ক্রিকেটার।

Share Now

এই বিভাগের আরও খবর