বগুড়া শিবগঞ্জের আওয়ামীলীগ নেতা গ্রেফতার

আপডেট: August 14, 2025 |
inbound1975698259262148263
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে একাধিক নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা কাজী শাহজাহান আলীক (৫৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

১৩ আগস্ট (বুধবার) দিবাগত রাত ৯টার দিকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি উপজেলার মোকামতলা ইউনিয়নের টেপাগাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা কাজী শাহজাহান আলী শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই গ্রামের বাসিন্দা।

তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার মিছিলে ওপর হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে মারপিটসহ ইট পাটকেল নিক্ষেপ, হাত বোমা ও ককটেল বিস্ফোরণসহ আন্দোলণকারীদেরকে আহত করার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, আওয়ামী লীগ নেতা কাজী শাহজাহান আলীর বিরুদ্ধে একাধিক নাশকতা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর