সংস্কার চলমান রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই: এ্যানি

আপডেট: August 15, 2025 |
inbound5451912988802317295
print news

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গণতন্ত্রের ভিত শক্তিশালী করা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ত্বরান্বিত করা এবং সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চর মনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, দেশের উন্নয়ন, অর্থনীতির ভিত শক্তিশালী করা, আইনশৃঙ্খলা উন্নয়ন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে শুধুমাত্র একটি নির্বাচিত সরকারই সক্ষম। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার এসব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে নির্বাচিত সরকার অপরিহার্য।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসও জাতির প্রয়োজনে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলেছেন। এ নিয়ে কোনো বিভক্তি রাখা যাবে না, কারণ এ বিভক্তির সুযোগ ফ্যাসিস্ট হাসিনা নিতে পারে বলে তিনি সতর্ক করেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি হাফিজ উল্যাহ এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর