গোবিপ্রবি কেন্দ্রীয় মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন


তরিকুল ইসলাম, গোবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কেন্দ্রীয় মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।
আজ শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে এ উৎসব অনুষ্ঠিত হয়। এসময় মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতি, পূজা-অর্চনা, ভজন-কীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। পূজা-অর্চনার পাশাপাশি শ্রীকৃষ্ণের জীবনাদর্শ ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা জানান, জন্মাষ্টমী উৎসব ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। প্রতি বছর ধর্মীয় উদ্দীপনার মধ্য দিয়ে এ উৎসব গোবিপ্রবি ক্যাম্পাসে পালিত হয়, যা বিশ্ববিদ্যালয়জুড়ে এক অনন্য সাংস্কৃতিক ও ধর্মীয় আবহ সৃষ্টি করে।