জয়পুরহাটে গ্রাম আদালত বিষয়ক পর্যালোচনা সভা

আপডেট: August 19, 2025 |
inbound4982203039334345546
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাঃ সবুর আলী, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মনজুরুল আলম, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মিজানুর রহমান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস।

সভায় গ্রাম আদালত আইন ২০০৬ ও সংশোধিত আইন  ২০২৪ এর আলোকে প্রান্তিক পর্যায়ে জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরে গ্রাম আদালত কার্যক্রমের অসাধারণ অবদানের স্বীকৃতীস্বরূপ তিন ক্যাটাগরিতে জয়পুরহাট সদর উপজেলা , ক্ষেতলাল উপজেলা ও কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর