জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত দিনব্যাপী শিল্প অভিযানে ‘আর্ট ডাইমেনশন’

আপডেট: August 23, 2025 |
inbound3616764559274378359
print news

তানিয়া শবনম, জবি প্রতিনিধি: শিল্প সংগঠন ‘আর্ট ডাইমেনশন’-এর উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দিনব্যাপী শিল্প অভিযান।

২২ আগস্ট, শুক্রবার সকাল ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ শ্যামল প্রাঙ্গণে শুরু হয় এ আয়োজন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা এতে অংশ নেন। দিনভর তাঁরা জাহাঙ্গীরনগরের প্রকৃতি, হ্রদ, বৃক্ষরাজি ও পরিবেশকে নতুনভাবে উপলব্ধি করে তা ক্যানভাসে ফুটিয়ে তোলেন।

বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাতাসে শিল্পীরা শুধু আঁকায় সীমাবদ্ধ থাকেননি, বরং একে অপরের কাজ দেখে মতবিনিময় করেছেন, যা ছিল শিল্পচর্চার জন্য এক অভিনব অভিজ্ঞতা।

অভিযানে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের রওশন হাবিব, রতন রায় ও ফরহাদ আলী; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শান্ত আহমেদ ও সৌরভ বনিক; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাব্বির হোসেন, নাইম মৃধা ও হৃদয় হোসেন; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আরিফ বাচ্চু ও সোহানুর রহমান; ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা)-এর শুভ্র তালুকদার ও প্রীতম চৌধুরী; ঢাকা আর্ট কলেজের মেহেদী হাসান ও প্রদীপ সরকার।

এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিল্পীরাও অংশ নেন।

অভিযান প্রসঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ বাচ্চু বলেন, “আমরা জাহাঙ্গীরনগরে এসে এখানকার মনোমুগ্ধকর পরিবেশ ঘুরে দেখেছি।

প্রকৃতি থেকে নতুন চিন্তা ও অনুপ্রেরণা পাচ্ছি, যা আমাদের ক্যানভাসে ফুটিয়ে তুলছি।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, “আমরা সবাই মিলে সারাদিন ছবি আঁকার পাশাপাশি নানা বিষয়ে আলোচনা করেছি।

একে অপরের কাজ দেখে নতুন অভিজ্ঞতা অর্জন করেছি, যা আমাদের ভিন্নভাবে ভাবতে সাহায্য করছে।”

আর্ট ডাইমেনশন বাংলাদেশের তরুণ শিল্পীদের একটি অগ্রণী সংগঠন যা ২০১৯ সালে যাত্রা শুরু করা ।

প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শিল্পচর্চা, প্রদর্শনী আয়োজন, কর্মশালা ও শিল্প-অভিযানের মাধ্যমে সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচন করে আসছে।শুধু রাজধানী নয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিল্পচর্চার পরিসর বাড়াতেও কাজ করছে সংগঠনটি।

সংগঠন টি বিশ্বাস করে— শিল্প কেবল প্রদর্শনীর ভেতরে সীমাবদ্ধ নয়; প্রকৃতি, সমাজ ও সংস্কৃতির ভেতর দিয়েই শিল্পের প্রকৃত বিকাশ ঘটে।

Share Now

এই বিভাগের আরও খবর