বগুড়ায় যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জনতা

আপডেট: August 23, 2025 |
inbound1695084349310791180
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধনুট উপজেলায় বিএনপি’র কার্যালয় ভাঙচুর ও ককটেল হামলার অভিযোগে দায়েরকৃত মামলার আসামী এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সভাপতি ওহিদুল ইসলাম (৪৮)-কে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

২২ আগস্ট (শুক্রবার) সকাল সাড়ে ৮টার দিকে বগুড়ার ধনুট উপজেলার এলাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে।

আটককৃত ওহিদুল ইসলাম উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে এবং ধনুট উপজেলা যুবলীগের সভাপতি।

থানা পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭জুন ধনুট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে এক কর্মী সভা চলছিল।

ওই সময় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে সেখানে ককটেল হামলা চালিয়ে কার্যালয় ভাংচুর করে।

ঘটনার প্রায় ৭ মাস পর গত ২৬ জানুয়ারী ধনুট উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম ধনুট থানায় একটি মামলা দায়ের করেন। ওহিদুল ইসলাম এ মামলার এজাহার নামীয় আসামী।

ধনুট থানার অফিসর ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, ওহিদুল ইসলাম দীর্ঘদিন আত্মগোপনে ছিলো।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এলাঙ্গী বাজারে স্থানীয় জনসাধারণ তাকে দেখতে পেয়ে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে।

পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর