পুরানো ভিডিও নিয়ে কটাক্ষের উচিত জবাব দিয়ে প্রশংসিত হলেন প্রভা

আপডেট: August 26, 2025 |
boishakhinews 53
print news

সম্প্রতি হিজাব পরা একটি ছবি ফেসবুকে পোস্ট করে বাজে মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সাধারণত তিনি মন্তব্যের জবাব না দিলেও, এবার একটি মন্তব্যের কঠোর জবাব দিতে বাধ্য হয়েছেন। কারণ, ওই মন্তব্যটি তার জীবনের পুরনো একটি কালো অধ্যায়কে সামনে এনেছে।

মহিউদ্দিন আল কাদেরী নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রভার পুরনো ব্যক্তিগত ভিডিওর প্রসঙ্গ টেনে একটি নেতিবাচক মন্তব্য করা হয়।

এর জবাবে প্রভা লিখেছেন, “হালালভাবে জন্ম নিয়েও আপনি কুলাঙ্গার! কারণ আপনি একজন নিপীড়নের শিকার নারীকে উপহাস করছেন। যাকে বিশ্বাস করেছিলাম সেও আপনার মতো আরেকজন।” প্রভার এই কড়া জবাবের প্রশংসা করেছেন অনেকেই।

২৫ আগস্ট প্রভা নারীদের নিয়ে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি নারীদের নীরব সংগ্রাম, শক্তি এবং সাহসের প্রশংসা করেছেন।

তিনি লিখেছেন, “তারা এমন সংগ্রামের মুখোমুখি হয় যা কেউ দেখে না। তারা নীরবে বোঝা বহন করে, প্রায়শই অন্যের সুখকে নিজের সুখের আগে রাখে।” তিনি আরও বলেন, “তারা প্রতিদিন ঘুম থেকে ওঠে, ক্লান্ত বা ভেঙে পড়ে, তবুও হাসিমুখে হাজির হয়।”

এদিকে প্রভা এখন অভিনয়ে অনেকটাই কম।

এ বিষয়ে বলছেন, আগের মতো এখন আর গৎবাঁধা কাজ করছি না। বুঝে-শুনে গল্প ও চরিত্র পছন্দ হলেই কাজ করছি। সংখ্যা না বাড়িয়ে মানে নজর দিচ্ছি। একসময় তো প্রচুর কাজ করেছি তাই এখন হিসেব করে পা ফেলতে চাই। দর্শকদের মনের মধ্যে গেঁথে রাখার মতো কিছু চরিত্র উপহার দিতে চাই যে কাজগুলো আমি না থাকলেও পরবর্তী প্রজম্মের কাছে বাঁচিয়ে রাখবে।

Share Now

এই বিভাগের আরও খবর