নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা চেষ্টা, ব্যবস্থা নিতে মার্কিন কর্তৃপক্ষকে চিঠি

আপডেট: August 26, 2025 |
inbound6850534023658974415
print news

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে সংঘটিত ঘটনায় ব্যবস্থা নিতে স্থানীয় পুলিশ, মেয়র ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিসে চিঠি দিয়েছে কনস্যুলেট জেনারেল। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে রোববার নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে একটি মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। এ সময় বাংলাদেশি শিক্ষার্থীসহ কমিউনিটির প্রায় দেড় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগে থেকেই নিউইয়র্ক সিটি পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিল।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুষ্ঠান পণ্ড করার উদ্দেশ্যে বিকেল ৫টা থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কনস্যুলেটের সামনে অবস্থান নেন। তাঁরা সরকারবিরোধী স্লোগান, গালিগালাজ ও অতিথিদের ধাওয়া দেন। অতিথিদের উদ্দেশে ডিম নিক্ষেপ করা হয় এবং পাশের একটি অফিসের কাচের দরজায় আঘাত করে ফাটল ধরানো হয়। পুলিশ এ সময় কয়েকজনকে আটক করে। ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধান অতিথিকে হেনস্তা ও জীবননাশের উদ্দেশ্যে রাত অবধি কনস্যুলেট ঘিরে রাখে দুষ্কৃতকারীরা। তবে পুলিশের উপস্থিতির কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। অতিথিদের সঙ্গে মতবিনিময় ও রাতের খাবার শেষে প্রধান অতিথি নিরাপদে স্থান ত্যাগ করেন।

কনস্যুলেট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ইতিমধ্যে স্থানীয় পুলিশ, মেয়র ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিসে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য-প্রচারণায় প্রলুব্ধ না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর