ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪১ কিলোমিটার যানজট

আপডেট: August 26, 2025 |
inbound5480736944419458989
print news

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে দুর্ঘটনা ও ট্রাকচালকের অবহেলার কারণে রাত থেকে চট্টগ্রামমুখী লেনে প্রায় ৪১ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন ধীরে ধীরে সচল হতে শুরু করেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়কে যানজট স্বাভাবিক হয়নি। কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টিআই জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের যানজটের কারণে শিমরাইল থেকে বনশ্রী প্রায় ২১ কিলোমিটার এবং কাঁচপুর থেকে গাউছিয়া প্রায় ১৫ কিলোমিটার অংশে যান চলাচল ব্যাহত হয়েছে। এতে যাত্রীরা দীর্ঘ সময় ধরে ভোগান্তিতে পড়েছেন।

হাইওয়ে পুলিশ জানায়, গভীর রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। এরপর ট্রাকচালকরা মহাসড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়ায় যানজট আরও দীর্ঘ হয়। এখন তাদেরকে ডেকে ঘুম থেকে জাগিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এক যাত্রী, আসমা আক্তার বলেন, “চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে শিমরাইল মোড় থেকে সকাল ৭টায় বাসে উঠেছি, কিন্তু বাস আর সামনে যায়নি, এক জায়গায় আটকে আছে।”

টিআই জুলহাস উদ্দিন বলেন, “এখন ধীরে ধীরে যানবাহন সচল হতে শুরু করেছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।”

Share Now

এই বিভাগের আরও খবর