সারিয়াকান্দিতে পাউবো’র অধিগ্রহণকৃত জায়গায় স্থাপনা অপসারণ,জমি উদ্ধারে চিঠি ও মাইকিং

আপডেট: August 31, 2025 |
inbound7256945161645134711
print news

মামুন মিয়া,সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলাধীন বিভিন্ন মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বগুড়া কর্তৃক অধিগ্রহণকৃত সম্পত্তির উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ এবং অবৈধভাবে জমি দখল উদ্ধারে পানি উন্নয়ন বোর্ড বগুড়া- প্রকৌশলী মো: নাজমুল হক স্বাক্ষরিত ২১ এপ্রিল ২০২৫, তারিখে স্থাপনা অপসারণ ও জমি দখলমুক্ত করতে সকলকে চিঠি দেওয়া হয়।

চিঠি সূত্রে জানা যায়,সারিয়াকান্দি উপজেলাধীন বিভিন্ন মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড,বগুড়া কর্তৃক জমি অধিগ্রহণ প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়।

inbound734852101833408898

প্রকল্পের অধিগ্রহণ সম্পত্তি অবৈধভাবে দখলে রাখা এবং স্থাপনা নির্মাণ করা যা সম্পুর্ণ ভাবে আইন পরিপন্থী কাজ।

চিঠিতে ৭ কর্ম দিবসের মধ্যে নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরে নেওয়ার বিষয় উল্লেখ করা হয়।

নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা অপসারণ ও জমি দখল মুক্ত না করায় আগামী ২রা সেপ্টেম্বর মঙ্গলবারে প্রশাসনিক ভাবে অভিযান পরিচালনা করবে মর্মে ২৯ আগষ্ট শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে সতর্ক করে দেন পানি উন্নয়ন বোর্ড বগুড়া।

উল্লেখ্য, বিগত বিএনপি সরকারের সময় যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গনের কবল থেকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বিশ্ব ব্যাংকের অর্থায়নে কালিতলা, দীঘলকান্দি ও দেবডাঙ্গা ২২২ কোটি টাকা ব্যয়ে গ্রোয়েন বাধ ও হার্ড পয়েন্ট নির্মাণ করা হয়।

এতে করে যমুনা নদীর ডান তীর ভয়াবহ ভাঙ্গন থেকে বসত-বাড়ি, ফসলি জমিসহ উপজেলা পরিষদের স্থাপনা রক্ষা পেয়েছে এবং প্রতিনিয়ত বন্যার হাত থেকে রক্ষা করে আসছে।

গ্রোয়েন বাঁধ নির্মাণের কারণে কালিতলায় যমুনা নদীর প্রবাহকে একদিকে যেমন বাধা প্রদান করেছে, অন্যদিকে স্থাপনাটি এলাকায় সৌন্দর্য বৃদ্ধি করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর