সামরিক কুচকাওয়াজে যোগ দিতে ‘সাঁজোয়া-বুলেটপ্রুফ’ ট্রেনে করে চীন যাচ্ছেন কিম জং উন

আপডেট: September 2, 2025 |
inbound4022290169687502318
print news

উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন আজ মঙ্গলবার ভোরে তাঁর বিশেষ ট্রেনে করে চীন সীমান্ত অতিক্রম করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের দিনটি উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং যাচ্ছেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র রোডং সিনমুন জানায়, গতকাল সোমবার পিয়ংইয়ং থেকে রওনা হয়ে আজ ভোরে সীমান্ত পেরিয়ে চীনে প্রবেশ করেছেন কিম। আজ সকালেই তাঁর বেইজিং পৌঁছানোর কথা।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ গতকাল জানিয়েছিল, বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে যোগ দিতে ট্রেনে রওনা হয়েছেন কিম। এ–সংক্রান্ত খবরের সূত্র হিসেবে তারা উত্তর কোরিয়া বিষয়ে অবগত এক ব্যক্তির বরাত দেয়।

রোডং সিনমুনে প্রকাশিত ছবিতে দেখা যায়, কিম তাঁর সহযোগীদের সঙ্গে বিশেষ গাঢ় সবুজ রঙের একটি ট্রেনে দাঁড়িয়ে ও হাসিমুখে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। এ ট্রেনটিই সম্ভবত সেই বুলেটপ্রুফ বিশেষ ট্রেন, যা দিয়ে তিনি অতীতে চীন ও রাশিয়াসহ অন্যান্য দেশে ভ্রমণ করেছিলেন।

নিজের বিশেষ ট্রেনের ভেতরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও তার সফরসঙ্গীরা। ছবি: রয়টার্স 

এদিকে গতকাল উত্তর কোরিয়া চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাম্প্রতিক একটি বক্তব্যকে সমর্থন জানিয়েছে। সেই বক্তব্যে বৈশ্বিক শাসনব্যবস্থা আরও ন্যায্য করার আহ্বান জানিয়েছেন সি। তিনি বলেন, এ লক্ষ্য পূরণে চীন ও উত্তর কোরিয়ার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে। এ বিষয়ে উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

সি চিন পিং গতকাল এক সম্মেলনে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে নতুন বিশ্বব্যবস্থা ‘গ্লোবাল সাউথ’ উপস্থাপন করেন। তাতে নতুন নিরাপত্তা ও অর্থনৈতিক কাঠামোর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। ওই সম্মেলনে রাশিয়া ও ভারতের নেতারাও উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর