সিঙ্গাপুরের ধনীর তালিকায় ৪৯তম স্থানে বাংলাদেশের মুহাম্মদ আজিজ খান

আপডেট: September 4, 2025 |
inbound5467035288037488262
print news

সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান আবারও সিঙ্গাপুরের শীর্ষ ৫০ জন ধনী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন। তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১.১ বিলিয়ন ডলার।

বুধবার (৩ সেপ্টেম্বর) মার্কিন সাময়িকী ফোর্বসের প্রকাশিত দেখা গেছে, সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় আজিজ খান ৪৯তম স্থানে রয়েছেন। গত বছর তিনি ফোর্বসের সিঙ্গাপুরের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ৪১তম স্থানে ছিলেন।

চলতি বছর মেটা প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা এডুয়ার্ডো সাভারিন ৪৩ বিলিয়ন ডলারের মোট সম্পদ নিয়ে সিঙ্গাপুরের সবচেয়ে ধনী ব্যক্তির স্থান দখল করেছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত আজিজ খান সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এই তালিকায় স্থান পান। তার সামিট গ্রুপের বাংলাদেশে বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিক্স এবং রিয়েল এস্টেট খাতে ব্যবসা রয়েছে।

জাপানের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কোম্পানি জেরা’র ২২% অংশীদারিত্ব রয়েছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের। তার মেয়ে আয়েশা সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল চালান।

এদিকে, সিঙ্গাপুরের তালিকায় আজিজের অবস্থান ৪৯তম হলেও ফোর্বসের করা বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তার স্থান ২৭৯০তম দেখানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর