শিবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেফতার ০১

আপডেট: September 4, 2025 |
inbound8359525724208946009
print news

মোঃ শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের টিমের হাতে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আবারও ধরা পড়লো মোঃ মতিয়ার রহমান(৫০) নামের এক মাদক ব্যবসায়ী।

০৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টার দিকে বগুড়া শিবগঞ্জ উপজেলাধীন মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্হ মীর রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ।

এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলে তল্লাশি চালায়ে মোঃ মতিয়ার রহমান (৫০) এর কাছ থেকে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত মতিয়ার রহমান রংপুর জেলার কোতয়ালী থানার মৌভাষা গুলাই বুদাই গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, মাদক বিরোধী অভিযানে পুলিশের এ সাফল্যে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে তারা আরও জোরদার অভিযানের দাবি জানিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর