শাহজাদপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত 

আপডেট: September 4, 2025 |
inbound43714739916088857
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরের ডায়া বাজারে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ডায়া বাজারে ডায়া- বেড়াকুচাটিয়া গ্রামে এ মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বেড়াকুচাটিয়া  গ্রামবাসীর আয়োজিত  উপজেলা প্রাথমিক সহঃ শিক্ষা অফিসার মোঃ মুরাদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার  মোঃ কামরুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী,  উপজেলা সহঃ প্রাথমিক  শিক্ষা অফিসার  মোঃ আনিসুজ্জামান, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, শাহজাদপুর সরকারি কলেজ মসজিদের খতিব মাওঃ গোলাম মোস্তফা প্রমুখ।

এ সময় বক্তব্যে বক্তারা বলেন, সুন্দর ও শান্তিময় সমাজ গড়তে হলে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। পারিবারিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মাদকমুক্ত জীবন গড়তে নৈতিক শিক্ষার বিকল্প নেই, ইসলামী শিক্ষা যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পারে।

Share Now

এই বিভাগের আরও খবর