জয়পুরহাট জেলার ক্ষুদ্রনৃগোষ্ঠীর ভূমিকা, করণীয় ও সরকারের সহযোগিতা শীর্ষক সেমিনার


জয়পুরহাট প্রতিনিধিঃ তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নতুন বাংলাদেশ বিনির্মানে জয়পুরহাট জেলার ক্ষুদ্রনৃগোষ্ঠীর ভূমিকা, করণীয় ও সরকারের সহযোগিতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ২ টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার।
বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম।
তারুণ্যের উৎসব ২০২৫ কেবল আনন্দ-উল্লাস নয়; এটি নতুন প্রতিশ্রুতি—সমতা, ঐক্য ও অগ্রগতির। জয়পুরহাটের আদিবাসী তরুণরা যদি শিক্ষা, প্রযুক্তি ও সংস্কৃতির শক্তি কাজে লাগিয়ে এগিয়ে আসে, তবে তারা জাতীয় উন্নয়নের মূলধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
সরকারের নীতিগত সহযোগিতা, এনজিওর সহায়তা, সামাজিক ঐক্য এবং তাদের নিজস্ব প্রচেষ্টা মিলেই সত্যিকার অর্থে “ন্যায়ভিত্তিক বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ” গড়ে উঠবে।