বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ০২

আপডেট: September 7, 2025 |
inbound3944974814768917880
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সদর থানা এলাকায় বিশেষ অভিযানে ৪০০ বোতল ফেন্সিডিলসহ মোঃ তহিদুল ইসলাম তৌহিদ (২০) ও মোস্তাকিম(২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

৭ সেপ্টেম্বর (রোববার) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়ার সদর থানার মাটিডালি মোড়ে আইএফআইসি ব্যাংকের সামনে থেকে তাদের আটক করা হয়।

এসময় ঢাকা মেট্রো ন-২১-৭৭৯৮ নম্বরের একটি নীল রঙের টাটা পিকআপ ভ্যান থেকে বিশেষ কায়দায় রাখা ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত তহিদুল ইসলাম তৌহিদ গাইবান্ধার সাঘাটা থানার থৈকরের পাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে মোঃ মোস্তাকিম নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার যদুমনি গ্রামের মোঃ মোজাফফর হোসেন বুড়ো এর ছেলে।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, ‘উদ্ধার হওয়া ফেন্সিডিল ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Share Now

এই বিভাগের আরও খবর