জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

আপডেট: September 9, 2025 |
inbound1001733682885782350
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৭তম প্রতষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ৮টায় জেলা শহরের রেলগেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।

পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, আব্দুল ওহাব, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, সাংগঠনিক সম্পাদক বনি রব্বানী, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ প্রমুখ। এতে মহিলাদল ছাড়াও বিএনপি, কৃষকদল, যুবদল, শ্রমিকদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে দিবসটি উপলক্ষে জেলা মহিলাদলের সহ-সভাপতি মৌসুমি প্রধানের নেতৃত্বে একটি র‍্যালী বের হয়।

র‍্যালীটি জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদর্ক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় জয়পুরহাট জেলা মহিলা দলের সহ-সভাপতি রেখা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা তুজজহুরা টপি, প্রচার সম্পাদক শামীমা আক্তার, সদস্য রুবিনা আক্তার রুবি, রেহানা আক্তার প্রমুখ বক্তব্য দেন।

Share Now

এই বিভাগের আরও খবর