আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ

আপডেট: September 9, 2025 |
inbound3324063400589102992
print news

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কিছু ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে অন্য আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেছেন। এতে ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টায় ভাঙ্গা উপজেলার মাধবপুর স্ট্যান্ড এলাকায় গাছের গুঁড়ি ফেলে এবং রাস্তায় আগুন জালিয়ে ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়।

একইভাবে আলগী ইউনিয়নের মনসুরাবাদ এলাকাতেও মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়, ফলে ঢাকা-খুলনা মহাসড়কও বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ স্থানীয়দের বোঝানোর চেষ্টা করছেন।

এখনকার এই অবরোধের কারণ হলো ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তন। এর আগে গত শুক্রবারও আসন বিন্যাস নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট বাতিলের দাবিতে এলাকাবাসী দুই দফা মহাসড়ক অবরোধ করেছিল।

উপজেলা প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। তবে মঙ্গলবার পুনরায় তারা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের চারপাশে যাত্রী ও যানবাহনের ভোগান্তি সৃষ্টি হয় ‘

স্থানীয়রা জানিয়েছেন, সড়ক অবরোধের ফলে দৈনন্দিন জীবন ও ব্যবসায়িক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব পড়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর