ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

আপডেট: September 10, 2025 |
inbound8890171278254731190
print news

গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালে কামাল হোসেনের একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

 

৮৮ বছর বয়সী বাংলাদেশের এই প্রবীণ রাজনীতিবিদ বার্ধক্যজনিত কারণে নানা শারীরিক সমস্যায় ভুগছেন।

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্যারের একটা অপারেশন হয়েছে। তবে স্যার এখন ভালো আছেন। আশা করি, স্যার খুব দ্রুত বাসায় ফিরতে পারবেন।

কামাল হোসেনের পক্ষে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

গত ২৮ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে ড. কামাল হোসেনের ৮৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছিল তার দল গণফোরাম।

ওই আয়োজনে তারুণ্যের ওপর আস্থা ব্যক্ত করে ড. কামাল হোসেন বলেন, ‘বিশ্বাস আছে নতুন প্রজন্মের ওপর। তারা কোনোদিন পিছপা হবে না।

আমার দৃঢ় বিশ্বাস তারা শান্তিপূর্ণ, আপোষহীন আন্দোলনকে এগিয়ে নেবে। তারাই দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে।’

ড. কামাল হোসেন সর্বশেষ জনসম্মুখে আসেন গত ২৯ আগস্ট। সেদিন বিকেলে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক করে দিয়ে সেদিন কামাল হোসেন বলেছিলেন, ‘গণঅভ্যুত্থানের পর থেকেই লক্ষ্য করা যাচ্ছে, একটি অশুভ শক্তি বিগত আমলের মতোই সর্বত্র চাঁদাবাজি, দখলবাজি, আধিপত্য বিস্তার হয়েছে।

এসব কিছুকে কেন্দ্র করে সন্ত্রাস, সংঘর্ষ, খুনোখুনি ও মব সংস্কৃতির এক নতুন প্রেক্ষাপট তৈরি করছে। এই অশুভ শক্তিকে দমন করতে সরকার ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে, যা কারো কাম্য নয়।’

Share Now

এই বিভাগের আরও খবর