এনসিপি থেকে ২ সাবেক সেনা কর্মকর্তার পদত্যাগ

আপডেট: September 10, 2025 |
inbound1417762801079516224
print news

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর গাজীপুর-৩ আসনের সহ-দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ ও মেজর অবসরপ্রাপ্ত মো. সালাউদ্দিন।

 

বুধবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তারা জানান, দীর্ঘদিন গাজীপুর-৩ আসনের জন্য কাজ করার পরও তারা জাতীয় নির্বাচনে এনসিপির ব্যানারে অংশগ্রহণ করবেন না।

মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘গাজীপুর-৩ আসন নিয়ে দীর্ঘদিন কাজ করেছি। কিন্তু জাতীয় নির্বাচনে এনসিপির ব্যানারে অংশ নেব না। নির্বাচন সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।’

তিনি আরও যোগ করেন, ‘সেনাবাহিনী নিয়ে কিছু নেতার দেওয়া অবমাননাকর মন্তব্য এবং বিদ্বেষমূলক আচরণ আমাদের মর্মাহত করেছে। এই কারণে সম্মানসূচকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

মেজর অবসরপ্রাপ্ত মো. সালাউদ্দিনও একই বক্তব্যের সঙ্গে পদত্যাগের পেছনের কারণ সমর্থন করেছেন।

এবারের পদত্যাগের মাধ্যমে এনসিপি গাজীপুর-৩ আসনের দায়িত্বে নতুন নেতৃত্বের সম্ভাবনা তৈরি হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর