যেসব দাবি নিয়ে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা

আপডেট: September 18, 2025 |
inbound2477656390472305371
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ফলে নগরের অন্যান্য সড়কে যানজট দেখা দিয়েছে।ডিগ্রি প্রকৌশলীদের তিনদফা দাবির প্রতিবাদে এ বিক্ষোভ করছেন তারা।

‘কারিগরি ছাত্র আন্দোলন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট’- এই বিক্ষোভ থেকে বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যায়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।

সিলেট ভিভাগের বিভিন্ন জেলা থেকে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘কারিগরি শিক্ষাব্যবস্থাকে ধ্বংস এবং প্রকৌশল কর্মক্ষেত্রকে কুক্ষিগত করার ষড়যন্ত্র চালানো হচ্ছে।

ডিগ্রি প্রকৌশলীরা যে তিন দফা দাবি করছে তা অযৌক্তিক এবং সিলেটের ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত অধিকার হরণ করতে পারে।’

তারা সরকারের প্রতি আহ্বান জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত সমস্যা সমাধানের ক্ষেত্রে সুষ্ঠু ও যৌক্তিক নীতি গ্রহণ করতে।

শিক্ষার্থীরা আরও দাবি করেন, আগামীতে এ ধরনের হুমকি ও অযৌক্তিক দাবির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং প্রকৌশল সেক্টরের স্বার্থ রক্ষায় স্থায়ী ও কার্যকর সমাধান নিশ্চিত করা হোক।

বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানারে তাদের দাবিগুলো প্রকাশ করেন।ডিগ্রি প্রকৌশলীদের তিনফা দাবি হচ্ছে:

১. সহকারী প্রকৌশলী (নবম গ্রেড) পদে নিয়োগ: কেবলমাত্র ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়োগ দিতে হবে। কোনোভাবেই কোটাভিত্তিক বা অন্য নামে নতুন পদ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না।

২. উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে নিয়োগ: ন্যূনতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং একই ডিসিপ্লিনে উচ্চতর ডিগ্রিধারী বিএসসি গ্র্যাজুয়েটদের জন্য নিয়োগ পরীক্ষার সুযোগ রাখতে হবে।

৩. প্রকৌশলী পদবির সুরক্ষা: বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবে না—এর জন্য আইনি ব্যবস্থা নিতে হবে।

পাশাপাশি নন-অ্যাক্রিডেটেড বিএসসি কোর্সগুলোকে দ্রুত আইইবি-বিএইটিইর স্বীকৃতির আওতায় আনতে হবে।

এর আগে গত এপ্রিল মাসেও ছয় দফা দাবিতে আন্দোলনে নেমেছিলেন পলিটেকনিক ইনস্টিটিউট এবং কারিগরি শিক্ষার ছাত্ররা।

সে সময় সরকারের আশ্বাসে পরিসিন্থতি শান্ত হলেও এখন তারা আবার রাস্তায় নেমেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর