ব্যবসায়ীদের বাধায় নিত্যপণ্যের দাম কমছে না: অর্থ উপদেষ্টা

আপডেট: September 30, 2025 |
inbound1703669645013617905
print news

নিত্যপণ্যের দাম না কমার বড় কারণ ব্যবসায়ীদের অসহযোগিতা বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যবসায়ীদের বাধার কারণেই নিত্যপণ্যের বাজার দর কাঙ্ক্ষিত পর্যায়ে নামছে না।

মঙ্গলবার সচিবালয়ে সরাকরি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এ কথা জানান।

কখনো পেঁয়াজ-মরিচসহ অন্যান্য মসলা, কখনো চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের উচ্চমূল্য বছরজুড়েই চাপে রাখে ভোক্তাকে।

সরকারের বহুমুখী চেষ্টার পরও বাজার দর নামেনি কাঙ্ক্ষিত পর্যায়ে। কেন সফল হয়নি সরকার? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, ব্যবসায়ীদের অসহযোগিতাই বড় কারণ। দাম নিয়ন্ত্রণে সরকার আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বাজার যেন সরবরাহ সংকটে না পড়ে, সেজন্য থাইল্যান্ড-ভিয়েতনাম থেকে আমদানি করা হবে চাল।’

বিবিএস একটা প্রতিবেদন দিয়েছে, সেখানে বলেছে যে দেশের ১০টি পরিবারের মধ্যে তিনটি পরিবারেই পুষ্টিহীনতায় বা খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অর্থ উপদেষ্টা বলেন, আমাদের কিছুটা নিউট্রিশনের ঘাটতি আছে, বিশেষ করে শিশু আর মায়েদের মধ্যে।

তিনি বলেন, ‘এটার জন্য আমরা চেষ্টা করছি যথাসম্ভব। আপনারা দেখবেন আমাদের ভিজিএফ এবং স্পেশাল ট্রাকে করে দিচ্ছিল। কাল-পরশু থেকে জেলেদের ইসে (মাছ ধরা) বন্ধ হয়ে যাবে, তাদের জন্য তো আমরা ২০ কেজি করে দিচ্ছি। অতএব আমরা চেষ্টা করছি।’

তিনি বলেন, আমাদের খাদ্য যেটা হয় সেটা সুষম না। চালের ওপর বেশি ডিপেন্ড করি। কিন্তু অন্যরা যেগুলো খায়, সেগুলো এক্সেস। এগুলোর ক্রয় ক্ষমতা একটু কম। এই জন্য আমাদের খাদ্যের ঘাটতি, কিছু আমিষ দরকার। আমিষ বলতে আমরা মনে করি ডিম সব থেকে বেশি দরকার। সেটাও কিন্তু অনেকে ক্রয় করতে পারবেন।

Share Now

এই বিভাগের আরও খবর