প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

আপডেট: October 24, 2025 |
inbound5146812709488776046
print news

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন) সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তার। আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই বৈশ্বিক অর্থনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।

তবে প্রধান উপদেষ্টার পরিবর্তে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি—বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন ও আসন্ন জাতীয় নির্বাচন প্রস্তুতির কারণে প্রধান উপদেষ্টাকে দেশে অবস্থান করতে হচ্ছে। সেই ব্যস্ততার কারণেই সৌদি সফর আপাতত স্থগিত রাখা হয়েছে।

এর আগে গত জুলাই মাসে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র ড. ইউনূসের হাতে তুলে দেন। এরপর থেকেই তার রিয়াদ সফর নিয়ে প্রস্তুতি চলছিল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফর-সংশ্লিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল এবং প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়। তবে রাজনৈতিক অগ্রাধিকারের কারণে সফরটি আপাতত স্থগিত করা হয়েছে।

ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) সম্মেলনকে সৌদি আরবের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর এই সম্মেলনে বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী, রাষ্ট্রনেতা ও নীতিনির্ধারকেরা অংশ নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ড. লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল এবারও এ সম্মেলনে অংশ নেবে এবং বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবে।

Share Now

এই বিভাগের আরও খবর