নির্বাচনে এনসিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হয়ে উঠবে: সারজিস

আপডেট: October 27, 2025 |
sdtgg 8
print news
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে এনসিপি যদি শুধু লাইনে থাকে, তাদের পলিসি মেইন্টেইন করে ও অপকর্ম থেকে যদি দূরে থাকে তাহলে এনসিপি নরসিংদীর সবচেয়ে প্রাসঙ্গিক দল হিসেবে গড়ে উঠবে।

তিনি বলেন, রাজপথে ফাপরবাজি, সন্ত্রাসী কার্যক্রম করবে, ধমক দিয়ে দোকানের সাটার নামিয়ে ফেলবে, ছুরি দিয়ে মানুষকে অঘাত করবে আর ভোটের দিনে ভোট পেয়ে যাবে—ওইদিন আর এখন নেই। শেখ হাসিনা পালানোর সময় ঐদিনকে সাথে নিয়ে গেছে। এখন যে মানুষ কারো দ্বারা নির্যাতিত হবে, শোষণের শিকার হবে, নিপীড়িত হবে, ওই মানুষ ভোটের দিন ব্যালটবাক্সে তার বিরুদ্ধে ভোট দিয়ে তার মুখে প্রথম জুতার বাড়িটা মারবে।

তিনি বলেন, আমরা যদি লাইনে থাকতে পারি আগামী নির্বাচনে এনসিপি বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হয়ে উঠবে। আগামীতে নরসিংদী এনসিপির ঘাঁটি হয়ে উঠবে। আগামীতে জুলাই নেমে আসলে নরসিংদীর জুলাই হবে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো আরেকটি জুলাই।

সারজিস আলম বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বংলাদেশের রাজনীতিতে ৪৬ নম্বর রাজনৈতিক দল হতে আসে নাই। আমরা হয় জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে থাকব, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকব। জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হতে আমরা আসি নাই। আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে বিএনপি ও জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না, এখানে এনসিপি আবশ্যক।

এনসিপির নরসিংদী জেলা শাখার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনির সভাপতিত্বে সমন্বয় সভা আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) সাইফুল হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল আল ফয়সাল, কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহিল মামুন নিলয়, সেন্ট্রাল ডায়াস্পোরা অ্যালায়েন্সের সদস্য সাইফ ইবনে সারোয়ার, জাতীয় ছাত্রশক্তির নরসিংদী জেলার আহ্বায়ক ফাহিম ভূইয়া রাজ অভিসহ জেলার নেতৃবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর